• শুরু হল খড়্গপুর বইমেলা  
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের গিরিময়দান সংলগ্ন এলাকায় রবিবার থেকে শুরু হল খড়্গপুর বইমেলা। এই বইমেলা এবার ২৫ বছরে পড়ল।  চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। এদিন বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, সাহিত্যিক আবুল বাসার, পুলিস সুপার ধৃতিমান সরকার, পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ সহ অন্যান্যরা। এবার মেলায় প্রায় ৫০টি বইয়ের স্টল বসেছে। এছাড়াও বিভিন্ন দোকান ও খাবারের স্টলও রয়েছে। মেলাকে কেন্দ্র করে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে আলোচনাসভা, বিভিন্ন প্রতিযোগিতা, কবি সম্মেলন সহ অন্যান্য অনুষ্ঠান। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)