সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটের বেবুচা গ্রামে দুই ভাইয়ের মধ্যে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় দু’পক্ষের মোট ৭ জনকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম জসিমউদ্দিন মল্লিক, গিয়াসউদ্দিন মল্লিক, মেহের মল্লিক, আবুল হাসান মল্লিক, নাজিরুদ্দিন মল্লিক, উজিরুদ্দিন মল্লিক ও সাকাউদ্দিন মল্লিক। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের ঝিলু-২ অঞ্চলের বেবুচা গ্রামে অশান্তি হয়। শুক্রবার রাতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য উজিরুদ্দিন মল্লিকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। অন্যদিকে, তার ভাই নাজিরুদ্দিন মল্লিকের খামারেও খড়ের পালুইতেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি বোমাবাজিরও অভিযোগ ওঠে। দু’পক্ষই থানায় অভিযোগ জানায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ভাই শাসকদলের নেতা। এলাকা দখলকে কেন্দ্র করেই দুই ভাইয়ের বিবাদ।-নিজস্ব চিত্র