• র‌াজ্যের আবাস পেলেন বিজেপির বুথ সভাপতি, স্বপ্নপূরণ করলেন মমতা, বললেন স্ত্রী
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা,বালুরঘাট: বঞ্চনা কোনও রং দেখে না। ছুঁয়ে যায় সব দরিদ্র পরিবারকে। কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রাজ্যের কয়েক লক্ষ মানুষকে বিপদে ফেলেছে। তারপর আবাসের টাকা বন্ধ রেখে চুরমার করে দিয়েছে গরিবদের মাথার উপর ছাদ দেওয়ার স্বপ্নও।

    কিন্তু রাজ্য সরকার সে পথে হাঁটেনি। বিপুল আর্থিক বোঝা চাপবে জেনেও জনস্বার্থে কেন্দ্রের দায় মাথায় তুলে নিয়েছে। দল, মত নির্বিশেষে সবাইকে প্রথমে ১০০ দিনের কাজের বকেয়া, তারপর দেওয়া হচ্ছে আবাসের টাকা। সরকারের এই পদক্ষেপের প্রশংসা করছেন বিরোধীরাও।

    দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড বুথের বিজেপির বুথ সভাপতি ব্রজেন বর্মন। তিনি পেশায় শ্রমিক ও দীর্ঘ বছর দলের এই দায়িত্ব সামলাচ্ছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা ঢুকতেই আত্মহারা হয়ে যান তিনি। ভীষণ খুশি তাঁর পরিবারের সদস্যরাও। একইসঙ্গে কেন্দ্রের বঞ্চনা নিয়ে ক্ষুব্ধ ব্রজেনের স্ত্রী অঞ্জলি। তাঁর কথায়, বিজেপি সরকার আমাদের পাশে থাকেনি। মোদি আমাদের কথা একবারও ভাবলেন না। মমতার লক্ষ্মীর ভাণ্ডার পাই, এবার ঘরও পেলাম। তিনি আমাদের স্বপ্ন পূরণ করলেন। স্বামী যে দল করে করুক, আমি বাকি জীবন তৃণমূলের সঙ্গেই থাকবে। 

    ব্রজেন দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত। ভাঙা ঘরে বাস করেন তিনি। শ্রমিকের কাজ করেও দলীয় কাজ সামলাচ্ছেন। নেতা হিসেবে এলাকায় বেশ সুনাম রয়েছে। বিজেপি করলেও ঘরের টাকা না পাওয়ায় দীর্ঘদিন ধরে আক্ষেপ ছিল তাঁর। এবার স্বস্তি ফিরেছে পরিবারে। ব্রজেনের কথায়, আমি বাড়ি পাওয়ার যোগ্য বলেই পেয়েছি। মুখ্যমন্ত্রীকে এজন্য ধন্যবাদ।

    অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন বলেন, আমাদের সরকার দল, মত নির্বিশেষে ঘর দিয়েছে। কে কোন দল করে দেখা হয়নি। আমার সংসদে ব্রজেন বর্মন ঘর পাওয়ার যোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাঁর বাসস্থানের সমস্যা এবার মিটে যাবে।

    (ব্রজেন বর্মনের স্ত্রী অঞ্জলি। - নিজস্ব চিত্র।)
  • Link to this news (বর্তমান)