পোখরাজ আলু চাষ করে লাভের মুখ দেখছেন ধূপগুড়ির কৃষকরা
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, ধূপগুড়ি: ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাব পড়েছে পোখরাজ আলুতে। দেরিতে হলেও জলপাইগুড়ি জেলায় পোখরাজ আলু উঠতে শুরু করেছে। এক ট্রাক অর্থাৎ ১০ মেট্রিক টন আলুর দাম ১ লক্ষ ৬০ হাজার টাকার আশেপাশে। আর এতে বেজায় খুশি জেলার আলু চাষিরা। এমনকী জ্যাতি আলুতেও ভালো দাম পাওয়ার আশা করছেন তাঁরা।
এদিকে, বাজারে নতুন আলু চলে এসেছে। রাজ্যে মূলত চার-পাঁচ প্রজাতির আলু চাষ হয়। সব থেকে বেশি চাষ হয় জ্যোতি আলু। এছাড়াও পোখরাজ, চন্দ্রমুখী, কে-বাইশ প্রজাতির আলুও চাষ হয়ে থাকে। সাধারণত অক্টোবর মাসে পোখরাজ প্রজাতির আলু রোপণ করা হয়। কিন্তু এবার ডানার প্রভাবে প্রথমে আলুবীজ রোপণ করতে ভয় পেয়েছিলেন কৃষকরা। পরবর্তীতে তাঁরা জমিতে আলুর বীজ বোনেন।
বিশেষ করে জলপাইগুড়ি জেলার নদী চর এলাকায় এই আলুচাষ ভালো হয়ে থাকে। তবে গতবছর এই সময় ১০ মেট্রিক টন পোখরাজ আলুর দাম ১ লক্ষ ১০ হাজার টাকার আশেপাশে ছিল। এ বছর প্রায় ৫০ হাজার টাকার মতো এক গাড়ি আলুর দাম বেশি হওয়ায় জলপাইগুড়ি জেলার চাষিরা খুশি। তাঁদের দাবি, দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকেই পোখরাজ আলু লাগাতে পারেননি। এমনকী অনেক খেতের আলু নষ্টও হয়েছে।
আলু ব্যবসায়ী রণজিৎ রায় বলেন, মূলত বিহার ও ওড়িশায় এই আলু যাচ্ছে। তবে অসমে এই আলু যেতে দিচ্ছে না। অসমে গেলে আরও আলুর দাম হবে। আর দাম পেয়ে বেজায় খুশি ধূপগুড়ির কুর্শামারীর কৃষক উত্তম রায়। তিনি বলেন, বিঘা প্রতি ২০-২৫ হাজারের মতো টাকা খরচ হয় পোখরাজ আলু চাষে। এ বছর আলুর ফলনও বৃদ্ধি পেয়েছে।
ধূপগুড়ির সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন বলেন, গতবছর আলুর ভালো দাম হওয়ার কারণে এ বছর আলু চাষের এলাকা বেড়েছে। - নিজস্ব চিত্র।