• শীতে অসহায় ভবঘুরেরা, চালু হল না পুরসভার শেল্টার হোম
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পতিরাম: পারদ ১০ ডিগ্রির নীচে। তীব্র ঠান্ডায় ঘরে হিটার জ্বালিয়ে ও চাদর মুড়ি দিয়ে থাকতেও কষ্টের সীমা নেই। এমন সময়ে বালুরঘাট শহরে খোলা আকাশের নীচে থাকতে হচ্ছে ভবঘুরেদের। 

    বালুরঘাট পুরসভা সূত্রে খবর, সাহেব কাছারি এলাকায় ভবঘুরেদের থাকার একটি ঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখনও সেটির কাজ শেষ হয়নি। ফলে শহরের অনেক যাত্রী প্রতীক্ষালয়ে দিন কাটাচ্ছেন ভবঘুরেরা। 

    পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, শহরে একটি শেল্টার ফর শেল্টারলেস হোম তৈরি হচ্ছে। সেই কাজ চলছে। তবে ভবঘুরেদের বিষয়টি পুরসভা ও  জেলা প্রশাসন দেখছে। 

    বালুরঘাট শহরের রিপন কুন্ডু বলেন, আমাদের সত্যজিৎ মঞ্চের পাশে যাত্রী প্রতীক্ষালয়ে এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে রয়েছেন। তিনি ঠিকমতো খেতে পান না। ঠান্ডায় ভীষণ কষ্টে রয়েছেন। প্রশাসন এই ভবঘুরেদের জন্য কিছু একটা ব্যবস্থা করুক। 

    বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড, বাজার, থানা মোড়, সাহেব কাছারি, রঘুনাথপুর, চকভৃগু সহ নানা প্রান্তে ভবঘুরেরা থাকেন। গত বছর বালুরঘাট থানার পুলিস ও প্রশাসনের উদ্যোগে শহরের ভবঘুরেদের শীতবস্ত্র ও খাবার দেওয়া হয়েছিল। এবার প্রশাসনের তরফে সেই উদ্যোগ দেখা যায়নি। তবে কেউ কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন।

    ১ জানুয়ারি থেকে তীব্র শীত পড়েছে জেলায়। বাড়ছে কুয়াশার দাপট। ফলে খোলা জায়গাগুলিতে থাকতে সমস্যায় পড়ছেন ভবঘুরেরা। বাসিন্দাদের বক্তব্য, পাশের জেলা মালদহে ভবঘুরেদের থাকার ব্যবস্থা থাকলেও এই জেলায় সেরকম ব্যবস্থা করেনি প্রশাসন। এবিষয়ে শিক্ষক মনোজ চৌধুরী বলেন, ভবঘুরেদের জন্য প্রশাসন কিছুই ভাবছে না। অন্য জেলায় প্রশাসন ভবঘুরেদের সাহায্য করতে পারলে আমাদের জেলায় কেন হচ্ছে না বুঝতে পারছি না।
  • Link to this news (বর্তমান)