• ক্যারাটে প্রশিক্ষণ শিবির
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডি হাইস্কুল মাঠে একদিনের ক্যারাটে প্রশিক্ষণ শিবির হল। রবিবার গৌড়বঙ্গের তিনজেলার শিক্ষানবিশরা কুশমণ্ডি হাইস্কুল মাঠে আসে। একদিনের ক্যারাটে বেল্ট পরীক্ষায় অংশগ্রহণ করে গৌড়বঙ্গের প্রায় ৩০০জন। কলকাতা থেকে প্রশিক্ষক পরীক্ষা নেয়। বেঙ্গল ওয়ারিয়র সাইসেনকাই মার্শাল আর্ট অ্যাকাডেমি দুই দিনাজপুর জেলা ও মালদহ জেলায় ক্যারাটে ও মার্শাল আর্ট শেখাচ্ছে স্কুল ও কলেজের পড়ুয়াদের। অ্যাকাডেমির সভাপতি সোহেল আলম বলেন, আমাদের অ্যাকাডেমিতে যেসব শিক্ষানবিশ মার্শাল আর্ট ও ক্যারাটে শিখছে তাদের নিয়ে একটি বেল্ট পরীক্ষার আয়োজন করি। এদিন বেল্ট পরীক্ষায় প্রায় ৩০০ শিক্ষানবিশ কালারিং বেল্ট পায়। আগামী দিনে ব্ল্যাক বেল্টের পরীক্ষা হবে।
  • Link to this news (বর্তমান)