• চাঁচল ক্রিকেট ইউনিটের নকআউট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ টাকা পুরস্কার
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • উজির আলি, চাঁচল: যুবসমাজকে ময়দানমুখী করতে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ চাঁচল ক্রিকেট ইউনিটের। রবিবার চাঁচল স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে খেলার সূচনা করেন চাঁচল মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আবু তৈয়ব, মহম্মদ রফিকুল হোসেন, এসডিপিও সোমনাথ সাহা, আইসি পুর্ণেন্দু কুণ্ডু ও চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাকির হোসেন সহ অন্যরা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ টাকা।

    ১৬ ওভারের আট দলীয় এই ক্রিকেট টুর্নামেন্টে ভিন জেলা ও রাজ্যের দলগুলি অংশ নেবে। রবিবার ধানগারা সুমন প্রগতি ক্লাবকে ৫৬ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় কাহালা ওম ইলেভেন। তাদের অধিনায়ক ঈশা চৌধুরী ৪৭ রান ও একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। আজ, সোমবার স্টেডিয়াম মাঠে অংশ নেবে ইউপি ইলেভেন ও কুংফু ইলেভেন।  এক উদ্যোক্তা অয়ন রায় বলেন, ১২ জানুয়ারি ফাইনাল হবে। চ্যাম্পিয়ন দলকে সাড়ে ছয় ফুটের ট্রফি সহ নগদ এক লক্ষ এবং রানার্সকে সাড়ে পাঁচ ফুটের ট্রফি সহ নগদ সত্তর হাজার দেওয়া হবে।

    বছরে প্রথম সপ্তাহে শীতের মিষ্টি রোদে টুর্নামেন্ট দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার শতাধিক ক্রীড়াপ্রেমী। এই টুর্নামেন্টের উদ্যোক্তারা হলেন সুমিত সরকার, অয়ন রায়, জ্যাকি দাস, পঙ্কজ পাটুয়া, গৌরব আগরওয়াল, জয়ন্ত দাস ও সুরজ দাসেরা। তাঁদের কথায়, এলাকার যুব সমাজ সামাজিক মাধ্যমে বুঁদ। ২০২৫ সালে এলাকার যুবকদের মাঠমুখী করতেই এই উদ্যোগ। চাঁচল ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষক রাজেশ দাস বলেন, গত তিনবছর এলাকায়  বড় টুর্নামেন্ট হয়নি। এরকম টুর্নামেন্ট হলে খেলার প্রতি যুব সমাজের আগ্রহ বাড়বে। 

    মহকুমা শাসক ক্রিকেট ইউনিটকে সাধুবাদ জানিয়ে বলেন, খেলাধুলোয় শুধু পুরস্কার পাওয়া যায় না। একজন মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতেও সাহায্য করে।
  • Link to this news (বর্তমান)