সংবাদদাতা, তুফানগঞ্জ: সোশ্যাল মিডিয়ায় ‘এন্ডিং ডে’ লিখে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্রী। শনিবার রাতে শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ধলপল এলাকায়। এই মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রীর নাম পূজা দাস (১৮)। তিনি কামাখ্যাগুড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। ছাত্রীর কাকা স্বপন দাস বলেন, দীর্ঘক্ষণ থেকে ওর ঘরের দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ মিলছিল না। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে ঝুলন্ত দেহ মেলে। কেন এমন সিদ্ধান্ত নিল আমরা বুঝে উঠতে পারছি না।