• বিপুল ইয়াবা ট্যাবলেট সহ শীতলকুচিতে ধৃত ৪ যুবক
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: নতুন বছরের শুরুতেই মাদক পাচার রুখল শীতলকুচি থানার পুলিস। অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে শীতলকুচিতে এসে পুলিসের জালে ধরা পড়ল চার পাচারকারী। শনিবার রাতে শীতলকুচি ব্লকের মধ্য শীতলকুচি গ্রামে চার যুবককে আটক করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল রেজাউল আশিক, মারুফ মিয়াঁ, রাজু রহমান ও রবিউল রহমান। প্রথমজন কোচবিহারের বাসিন্দা। শেষের তিনজন দিনহাটার সাহেবগঞ্জ থানার শুকারুরকুঠির বাসিন্দা। ধৃতদের কাছ থেকে মোট ৩৯৪১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য আট লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে মধ্য শীতলকুচি গ্রামে পিএইচই’র নির্মীয়মাণ একটি পানীয় জলের ট্যাঙ্কের কাছে শনিবার রাতে ওত পেতে ছিল পুলিসের টিম। দু’টি বাইকে চারজন যুবক আসতেই পুলিস তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কথাবার্তায় অসঙ্গতি পেলে সন্দেহ হয় পুলিসের। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট। পরে চারজনকেই গ্রেপ্তার করে পুলিস। 

    প্রসঙ্গত, কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের বিস্তীর্ণ এলাকা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী। অভিযোগ, গাঁজা, কাফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন দ্রব্য সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশে পাচার হয়। ভালো মুনাফা থাকায় স্থানীয় কিছু যুবক এই অসাধু কারবারে যুক্ত হয়ে পড়েছে। গত বছরও পুলিসি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছিল। নতুন বছরের শুরুতে ফের ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ওই চার যুবক ইয়াবা ট্যাবলেটগুলি কোথা থেকে নিয়ে এসেছিল, সেগুলি কোথায় পাচার করছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে শীতলকুচি থানার পুলিস। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে নামা হবে।
  • Link to this news (বর্তমান)