• কাজ পরির্দশন চেয়ারম্যানের
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: দুপুরে পুরাতন মালদহ শহরের সদরঘাটে বিদ্যুতের সাবস্টেশনের কাজ পরির্দশন করলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। বিদ্যুৎ বণ্টন কোম্পানি সূত্রে জানা গিয়েছে, ওই সাব স্টেশনে ২০ এমবিএ  ক্ষমতাসম্পন্ন  ট্রান্সফরমার বসানো হবে। সেখান থেকে বিদ্যুৎ শহরের একাংশে সরবরাহ করা হবে। কাজ আর কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান বলেন, আমরা পুরবোর্ডে ক্ষমতায় আসার পর শহরের মধ্যে সাবস্টেশন তৈরির প্রস্তাব দিয়েছিলাম বিভিন্ন মহলে। কাজ শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)