• হরিশ্চন্দ্রপুরে বাড়িতে ঢুকে গেল ট্রাক্টর, জখম কিশোরী
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: দু’টি ট্রাক্টর রেষারেষি করে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ রোডের ধারে বাড়িতে ঢুকে গেল একটি ট্রাক্টর। দুর্ঘটনায় জখম হয়েছে বাড়িতে থাকা বয়স বারোর এক মেয়ে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর জোড়াপোল বাঁধ রোড এলাকায়। 

    জখমের নাম শিউলি মণ্ডল। বাড়ি জোড়াপোল বাঁধ রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’টি ট্রাক্টর রেষারেষি করে একে অপরকে ওভারটেক করছিল। জোড়াপোল বাঁধ রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি ট্রাক্টর বাঁধের নীচে থাকা একটি বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে যায়। ঘটনায় বাড়িতে ভিতরে থাকা মেয়েটি গুরুতর জখম হয়। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে ভালুকা বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আর্থমুভার দিয়ে ট্রাক্টরটিকে উদ্ধার করে ভালুকা ফাঁড়িতে নিয়ে আসা হয়।  চালক পলাতক। ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যাম সুন্দর সাহা বলেন, চালকের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)