• বাড়ি থেকে বধূকে বের করে দেওয়ার অভিযোগ পতিরামে
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পতিরাম: পরপর তিন কন্যাসন্তান জন্ম দেওয়ায় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার বধূ। তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অসহায় বধূ তিন সন্তানকে নিয়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। শ্বশুরবাড়িতে নির্যাতনের অভিযোগ তুলে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বধূ। প্রায় ১৫ বছর আগে পতিরামের দামাই গ্রামের ওই বধূর সঙ্গে বদলপুরের ওই যুবকের বিয়ে হয়। বধূর বক্তব্য, বিয়ের পরে কন্যাসন্তানের জন্ম হয়। তারপর থেকেই তাঁকে মানসিক অত্যাচার শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। পরবর্তীতে দ্বিতীয় কন্যাসন্তান হলে বাড়ি থেকে বের করে দেয় বধূকে। পরে মিমাংসা করে মিটমাট করে নেওয়া হয়। পরে আরেক কন্যা সন্তানের জন্ম হওয়ায় নির্যাতনের মাত্রা বেড়ে যায়। গত দু’দিন আগে ওই মহিলাকে রাতের বেলায় মারধর করে বের করে দেওয়া হয়। লিখিত অভিযোগ দায়ের হতেই পলাতক স্বামী। বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)