• আইপিএলের ধাঁচে চল্লিশোর্ধ্বদের ক্রিকেট প্রতিযোগিতা
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানিকচক: যুব সমাজকে খেলাধুলোয় উৎসাহ দিতে আইপিএলের ধাঁচে মানিকচকের চল্লিশোর্ধ্ব ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে রবিবার আয়োজিত হল একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা। মানিকচক শিক্ষা নিকেতন ফুটবল ময়দানে এই প্রতিযোগিতা হয়। যেখান ভেটারেন্স একাদশ বনাম ভেটারেন্স ফাইটার দু’টি দল মুখোমুখি অংশগ্রহণ করে। বিশেষত এই খেলায় মানিকচকের যে সমস্ত প্রাক্তন ক্রীড়াপ্রেমীরা রয়েছেন তাঁরাই অংশগ্রহণ করেন। এদিনের খেলায় উপস্থিত ছিলেন গৌরচন্দ্র মণ্ডল, জামাল খান সহ অন্যান্যরা। এবিষয়ে গৌরচন্দ্র মণ্ডল বলেন, বর্তমানে যুব সমাজ মোবাইলে আসক্ত, ঘরের মধ্যেই মোবাইলে গেম বা ভিডিও দেখতে ব্যস্ত থাকে। তাই আমরা এই খেলার মাধ্যমে সেই সমস্ত যুবকদের মাঠমুখী করতে এই ছোট্ট প্রয়াস নিয়েছি। আমরা চাই আমাদের দেখে তারাও মাঠমুখী হোক। এদিনের খেলায় ভেটারেন্স একাদশ ১৭৬ রান করে। সেই রান তাড়া করে তিন বল বাকি থাকতেই জয়লাভ করে ভেটারেন্স ফাইটার।
  • Link to this news (বর্তমান)