সংবাদদাতা,হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার পেট্রল পাম্প এলাকায় শনিবার রাতে দুই মাদক পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে রতুয়া থানার পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃত দুই মাদক পাচারকারির নাম ঈশ্বর মণ্ডল ও প্রণব মণ্ডল। দুজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। পুলিস তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৩০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। ধৃতদের কাছে ব্রাউন সুগার মাপার মেশিন, একটি বাইক, দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। রতুয়া থানার এক আধিকারিক জানান, এদিন ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পাঠানো হয়েছে।