• অবশেষে তিন দশক পর পিচ পড়ল রেনিয়ার রাস্তায়
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একদিকে কলকাতার টালিগঞ্জ ও গড়িয়া যাওয়ার রাস্তা। আরেকদিকে সোনারপুর এবং ঠাকুরপুকুর হয়ে জোকা যেতে গেলে এটি ব্যবহার করতে হয়। রাজপুর সোনারপুর পুরসভার সেই ৩৫ নম্বর ওয়ার্ডের রেনিয়ার সর্দারপাড়া থেকে বুড়িয়া পুলিস ফাঁড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় ৩৪ বছরে প্রথম পিচের প্রলেপ পড়ল।

    এতদিন খানাখন্দে ভরা রাস্তা দিয়েই যাতায়াত চলছিল কোনওরকমে। মাঝে মধ্যে ইটের রাবিশ ফেলে ঠিক করা হতো, কিন্তু কিছুদিন পর আবারও বেরিয়ে পড়ত কঙ্কাল। স্থানীয় বাসিন্দারা বলেন, একদিকে কলকাতা পুরসভার ১১১, ১১২ এবং আরেকদিকে ১৪২ নম্বর ওয়ার্ডে এই রাস্তার উপর দিয়েই যেতে হয়। তাছাড়া গড়িয়ার বোড়াল যাওয়ার জন্য এটি ব্যবহার করতে হয়। কিন্তু আজ পর্যন্ত এখানে পিচ পড়তে দেখিনি। এখন সেটা শুরু হয়েছে। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে পুরোপুরি খুলে দেওয়া হবে এই রাস্তা। আপাতত আংশিক খুলে রেখে কাজ করছে ঠিকাদার সংস্থা। ওয়ার্ডের কাউন্সিলার দেবব্রত মণ্ডল বলেন, নতুন করে এই রাস্তা তৈরি করতে প্রায় এক কোটি টাকা খরচ ধরা হয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার সিআইসি নজরুল আলি মণ্ডলের সহযোগিতায় গোটা কর্মকাণ্ড চলছে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)