• ১৫ হাজার মানুষকে নিয়ে পোস্তায় লিট্টি চোখা উৎসব
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পোস্তায় পূর্বাঞ্চল লিট্টি চোখা উৎসবের আয়োজন করা হয়েছিল রবিবার। এবছর এই উৎসব ২৫ বছরে পা রেখেছে। পোস্তা, বড়বাজার, হাওড়া, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড সহ সংলগ্ন এলাকার ১৫ হাজার মানুষ হাজির হয়েছিলেন উৎসবে। তাঁদের পাত পেড়ে খাবার পরিবেশন করা হয়। শীতের মরশুমে এহেন উৎসবের সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেন সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা প্রমুখ। উৎসবের আয়োজক কৃষ্ণপ্রতাপ সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, উৎসব যার যার ধর্ম সবার। সেই পথ অনুসরণ করেই আমরা সকলকে নিয়ে লিট্টি চোখা উৎসব উপযাপন করেছি। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)