চার জায়গা নির্দিষ্ট, রবীন্দ্র সরোবরে যত্রতত্র পশুদের খাওয়ানোয় নিষেধ
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্র সরোবর লেকে যেখানে সেখানে জন্তু-জানোয়ারকে আর খাবার দেওয়া যাবে না। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। রবীন্দ্র সরোবরের বাইরের বিভিন্ন গেটে ব্যানার টাঙিয়ে তা জানিয়েও দিয়েছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কুকুর, বিড়াল খাওয়ানোর জন্য চারটি জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেখানেই তাদের খাবার দিতে হবে। অন্য কোথাও নয়। যদিও পশুপ্রেমীদের দাবি, কোন কোন জায়গায় খাওয়ানো যাবে বোর্ডে দিয়ে স্থানগুলি জানানো হয়নি। তাঁদের আশঙ্কা, সঠিকভাবে খাবার না পেয়ে কুকুর উত্তেজিত হয়ে উঠতে পারে। কামড়ে দিতেও পারে। সরোবরের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার দাবিও জানিয়েছেন তাঁরা।
কেএমডিএ জানিয়েছে, সরোবরে এক নম্বর গেটে বুদ্ধ মন্দিরের কাছে, কলকাতা রোয়িং ক্লাব সংলগ্ন চত্বরে (আট নম্বর গেট), নজরুল মঞ্চের কাছে (১১ নম্বর গেট), ও গোলপার্কের দিকে (১২ নম্বর গেট) খাওয়ানোর জন্য নির্দিষ্ট হয়েছে। সংস্থার এক আধিকারিক বলেন, এ নির্দেশিকা মূলত কুকুরকে খাওয়ানোর প্রেক্ষিতে দেওয়া হয়েছে। সবোররে আসা অনেকে অভিযোগ করেন, ওয়াক ওয়েতে বা বিভিন্ন জায়গায় কুকুর-বিড়াল খাওয়ানোর পর উচ্ছিষ্ট পড়ে থাকে। তার উপর দিয়ে হাঁটাচলা করতে সমস্যা হয়। অনেকে খাওয়ানোর পর উচ্ছিষ্ট তুলে ফেলে দেন। কিন্তু তাও পড়ে থাকে। একাধিক অভিযোগের পর প্রথমে ঠিক হয়, সরোবরের ভিতর পশুদের খাওয়ানো পুরোপুরি বন্ধ করা হবে। কিন্তু তা না করে কেএমডিএ চারটি জায়গা নির্দিষ্ট করেছে। পশুপ্রেমী সোমেন্দ্রমোহন ঘোষের দাবি, ‘কোনও নোটিফিকেশন পাইনি। কোন জায়গায় খাওয়ানো যাবে, সেটাই তো জানি না। সেখানে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। কুকুর খাবার না পেয়ে এদিক ওদিক দৌড়চ্ছে। এরপর খাবার না পেলে উত্তেজিত হয়ে কামড় বসাবে। তখন কী হবে।’ - নিজস্ব চিত্র