• শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে  পানীয় জলের সমস্যা
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ছাত্রছাত্রীদের পানীয় জলের জন্য বিদ্যালয়ে ওয়াটার পিউরিফায়ার থাকলেও তার মধ্যে অধিকাংশই খারাপ। ফলে সমস্যায় পড়েছে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এমনকী, এই সমস্যা থেকে বাঁচতে অনেক পড়ুয়াকেই বাড়ি থেকে জল আনতে হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিলেও তাদের বক্তব্য, যত সংখ্যক ওয়াটার পিউরিফায়ার রয়েছে, ছাত্রছাত্রীদের তুলনায় তা অনেকটাই কম। সেকারণে এই সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

    শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৬০০’র কাছাকাছি। এতজন পড়ুয়ার জন্য ওয়াটার পিউরিফায়ার রয়েছে মাত্র চারটি। আর রয়েছে একটি ঠন্ডা জলের মেশিন। এই ওয়াটার পিউরিফায়ারগুলি প্রায় সবই খারাপ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা। যে মেশিনগুলি চলছে, তা থেকে মাঝেমধ্যেই আবার জল পড়ে না। বিদ্যালয়ের ট্যাপ ওয়াটারের জল মুখে দেওয়া যায় না। তাই বাড়ি থেকে জল নিয়ে যেতে হয় আমাদের। এ বিষয়ে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস বলেন, চারটি ওয়াটার পিউরিফায়ারের মধ্যে দু’টি খারাপ। 

    বাকি দু’টি কাজ করছে। এছাড়াও জেলা পরিষদের দেওয়া ওয়াটার ফিল্টার কাজ করছে। আসলে বিদ্যালয়ে যত পড়ুয়া রয়েছে, তাতে এই কয়েকটি ওয়াটার পিউরিফায়ার দিয়ে সবার পানীয় জলের চাহিদা পূরণ করা যাচ্ছে না। তবে শুনেছি, সরকারিভাবে আরও একটি ওয়াটার ফিল্টার দেওয়া হবে। অন্যদিকে বিদ্যালয়ে ওয়াটার পিউরিফায়ার দেওয়ার প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা জানান, বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা মেটাতে জেলা পরিষদের পক্ষ থেকে ওয়াটার পিউরিফায়ার দেওয়া হয়। এক্ষেত্রে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)