• নিউ টাউনের ব্যাঙ্কোয়েটে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৫
  • আলিমুদ্দিন স্ট্রিটের ট্রাডিশন ভেঙে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক পার্টি অফিসের বদলে এ বার একটি ব্যাঙ্কোয়েট হলে করতে চলেছে বঙ্গ সিপিএম। আগামী ১৭–১৯ জানুয়ারি নিউ টাউনে হতে চলেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। অতীতে বহুবার বাংলায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে।

    কিন্তু সেই বৈঠক আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দপ্তরে অথবা সিপিএমের কলকাতা জেলা কমিটির দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে হয়েছে। সাম্প্রতিক অতীতে কোনও বেসরকারি ব্যাঙ্কোয়েট হলে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়নি। সেই ট্রাডিশন ভেঙে নিউ টাউনের একটি ব্যাঙ্কোয়েটে এ বার কেন্দ্রীয় কমিটির বৈঠকের আয়োজন করেছে সিপিএম।

    একে গোপালন ভবনের দীর্ঘদিন রেওয়াজ অনুযায়ী, জানুয়ারি মাসে দিল্লিতে যে হেতু প্রবল ঠান্ডা পড়ে, তাই এই সময়ে কেন্দ্রীয় কমিটির বৈঠক পশ্চিমবঙ্গে অথবা কেরালায় করা হয়। ২০২৪ সালের শীতের মরশুমে কেরালায় কেন্দ্রীয় কমিটির বৈঠক বসেছিল সিপিএমের। এ বছর পশ্চিমবঙ্গে এই বৈঠকের সিদ্ধান্ত হতেই সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের হাতে এই বৈঠক আয়োজন করার দায়িত্ব তুলে দেয় আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএম সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব বারাসতে দলের দপ্তরে এই বৈঠক আয়োজন করার বদলে নিউ টাউনে একটি ব্যাঙ্কোয়েটে এই বৈঠক আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন।

    সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক যেখানে হয়, সেখানে টিফিন ও লাঞ্চের ব্যবস্থাও থাকে বৈঠকে অংশগ্রহণকারীদের জন্য। নিউ টাউনের এই ব্যাঙ্কোয়েটে সেই ব্যবস্থা করা হবে। কেন এই সিদ্ধান্ত নিল সিপিএম?

    কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর ব্যাখ্যা, ‘কলকাতায় যদি এই বৈঠক হতো, তা হলে পার্টি অফিসেই করা যেত। কিন্তু কেন্দ্রীয় কমিটির বৈঠক করার মতো অডিটোরিয়াম বারাসত পার্টি অফিসে নেই। যে ভেন্যুতে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়, সেখানেই সাধারণত লাঞ্চের ব্যবস্থা করতে হয়। এই সব বিষয় বিবেচনা করেই নিউ টাউনের ব্যাঙ্কোয়েটে বৈঠকের আয়োজন করা হয়েছে।’

    আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, যে ব্যাঙ্কোয়েটে এই সভা হবে, সেটি সম্প্রতি নির্মিত হয়েছে। বাণিজ্যিক ভাবে এর ব্যবহার এখনও সে ভাবে শুরু হয়নি। সিপিএমের বারাসত পার্টি অফিসে পরিকাঠামোগত অসুবিধার সঙ্গে আরও একটি কারণে নিউ টাউনের ব্যাঙ্কোয়েটকে বাছাই করেছেন জেলা নেতৃত্ব। কেন্দ্রীয় কমিটির বৈঠকের প্রথম দিন ১৭ জানুয়ারি নিউ টাউনে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন প্রকাশ কারাট।

    কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বৃন্দা কারাট, ইউসুফ তারিগামি–সহ সিপিএমের প্রথম সারির নেতাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। যে হেতু জ্যোতি বসু সেন্টার নিউ টাউনেই রয়েছে, তাই তার কাছাকাছি কেন্দ্রীয় কমিটির বৈঠকের ভেন্যু ঠিক করা হয়েছে।

    সিপিএমের উত্তর ২৪ পরগনার নেতা তথা রাজ্য কমিটির সদস্য পলাশ দাসের কথায়, ‘প্রথমে নিউ টাউনের রবীন্দ্রতীর্থে এই বৈঠকের আয়োজন করার কথা ভাবা হলেও তা আগে থেকে বুকড রয়েছে। তাই অ্যাক্সিস মলের কাছে নিউ টাউন প্লাজ়ার ব্যাঙ্কোয়েটে বৈঠক হবে। কেন্দ্রীয় কমিটির সদস্যদের আমরা ভেন্যুর কাছাকাছি নিউ টাউনের বিভিন্ন আবাসনে রাখার ব্যবস্থা করছি। এই ভেন্যু থেকে এয়ারপোর্ট অথবা শিয়ালদহ–হাওড়া স্টেশন যেতেও সমস্যা হবে না।’

  • Link to this news (এই সময়)