• কম্বল সার্চ করতেই পর্দা ফাঁস, উদ্ধার ২ কোটির মাদক
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৫
  • শীতের সময়ে কম্বল মুড়ি দেওয়া নিতান্তই সাধারণ বিষয়। সেই কম্বলেই লুকিয়ে রাখা ছিল ২ কোটি টাকার মাদক! ট্রেনের এক যাত্রীর কোলের কাছে রাখা কম্বল তল্লাশি করতেই চোখ কপালে তদন্তকারীদের। ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে।

    কম্বলে ঢুকিয়ে পাচার হচ্ছিল মাদক। সেই মাদকের মূল্য ২ কোটি টাকারও বেশি। কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর দেওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা রেল পুলিশের দল। ট্রেন থেকে গ্রেপ্তার করা হয় এক সন্দেহভাজনকে। তিনি কালিয়াচকের বাসিন্দা।

    আচরণ সন্দেহজনক দেখে তাঁকে তল্লাশি করতে শুরু করেন রেল পুলিশের কর্মীরা। ওই ব্যক্তির কাছে থাকা কম্বলে তল্লাশি করতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। সেই কম্বলের ভেতর থেকে উদ্ধার হয় ৪৬০ গ্রাম ব্রাউন সুগার। এই মাদকের বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল মালদার কালিয়াচকে। এই চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি।

    ওই মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কোথায় তা হাতবদল হতো? উঠছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে, মাদক পাচারের খবর পেয়েই এই তল্লাশি চালানো হয় এবং অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের উৎস এবং কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে তা জানা সম্ভব হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)