• কুয়াশার দাপটে বিঘ্নিত উড়ান ও ট্রেন পরিষেবা, রাস্তাতেও ধীর গতিতে চলছে গাড়ি
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৫
  • আকাশ ঘন কুয়াশার দখলে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে কুয়াশার বাড়বাড়ন্ত দেখা গেল সোমবার সকালেও। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে উড়ান পরিষেবা এবং ট্রেন চলাচল বিঘ্নিত হয় এ দিন।

    সোমবার সকালে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়ার কারণে তিনটি উড়ান কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি। সেই উড়ানগুলির রুট বদল করা হয়েছে। এছাড়া, আরও ৩০টি বিমানের আসা এবং যাওয়ার সময়ে দেরি হয়েছে।

    ঘন কুয়াশার জেরে হাওড়া স্টেশনের ২ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ঢুকেছে। রেল সূত্রে খবর, ডাউন রাজধানী এক্সপ্রেস, ডাউন যোধপুর এক্সপ্রেস সাড়ে চার ঘণ্টা, ডাউন মুম্বই মেল ভায়া এলাহাবাদ ৪ ঘণ্টা, ডাউন বিভূতি এক্সপ্রেস ৩ ঘণ্টা এবং ডাউন দুন এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে হাওড়ায় ঢুকেছে।

    এছাড়াও, আপ হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। জানানো হয়েছে, তা বেলা ১১টা ৫৫ মিনিটে ছাড়বে। দক্ষিণ পূর্ব রেলওয়ে একাধিক দূরপাল্লার ট্রেন বেশ কিছুটা দেরিতে ঢুকছে। কুয়াশার জন্য লোকাল ট্রেনের গতি অন্য দিনের তুলনায় কম।

    কুয়াশার প্রভাব পড়েছে সড়ক পরিবহণেও। হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, নবান্ন এবং শহরের রাস্তাঘাটও কুয়াশাছন্ন। জিটি রোড, আন্দুল রোড, বেনারস রোড, হাওড়া-আমতা রোড, কোনা এক্লপ্রেসওয়ে-সহ হাওড়ার অনেক রাস্তায় যানবাহন ধীরে চলে এ দিন সকালে। বিভিন্ন জেলাতেও একই দৃশ্য দেখা গিয়েছে। এ দিকে শীতের দাপট কমবে আগামী ৪৮ ঘণ্টায়। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

  • Link to this news (এই সময়)