• ঘন কুয়াশার চাদরে ঢাকল বাংলা, কনকনে ঠান্ডার মাঝে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? ...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভরা পৌষে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাংলা। সপ্তাহের শুরুতেই ঘন কুয়াশার দাপটে কমল দৃশ্যমানতা। একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। তাপমাত্রা খানিকটা বাড়ায় কমেছে কনকনে ঠান্ডার আমেজ। যদিও চলতি সপ্তাহে আবারও বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। নিম্নমুখী তাপমাত্রার পারদের কারণে আবারও জাঁকিয়ে ঠান্ডা ফিরতে পারে। 

    আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় খানিকটা বাড়ল। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ওঠানামা করবে রাজ্য জুড়ে। আগামী দু'দিনে তাপমাত্রা ২-১ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর ফের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। 

    আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে। 

    অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। পাশাপাশি বুধবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা।
  • Link to this news (আজকাল)