• সাড়ম্বরে শুরু হল চন্দননগর বইমেলা, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট ...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: শুরু হল ২৪ তম চন্দননগর বইমেলা। রবিবার চন্দননগর হাসপাতাল সংলগ্ন ময়দানে চন্দননগর ইস্পাত সংঘের উদ্যোগে আয়োজিত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগরের কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল। উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের চেয়ারপার্সন স্নিগ্ধা রায়, মেয়র ইন কাউন্সিল পার্থ দত্ত, বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, সহ কবি সাহিত্যিক ও গুণীজনরা। 

    শুরুতে আয়োজক সংস্থার তরফে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। তারপর উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। সাংস্কৃতিক শহর চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় বইমেলার ভূয়সী প্রশংসা করেন চন্দনগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী। নামীদামি বুক স্টলের পাশাপাশি এবছর লিটিল ম্যাগাজিনকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন ইস্পাত সংঘের ভারপ্রাপ্ত সদস্য শিব শংকর রায়।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)