কুয়াশায় ঢাকা বাংলায় আজ থেকে বৃষ্টি, শীতের তীব্রতা বাড়বে ফের এদিন থেকে
আজ তক | ০৬ জানুয়ারি ২০২৫
রবিবারের মতো সোমবারও রাজ্যজুড়ে কুয়াশার দাপট। আর এর মাঝেই রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে বাংলায়। হাওয়া অফিস আগেই জানিয়েছিল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তর–পশ্চিমের শীতল হাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট বাড়বে। যার জেরে পারদ বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনের পাশাপাশি বাড়বে রাতের তাপমাত্রাও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
কুয়াশার দাপট বাংলা জুড়ে
হাওয়া অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী, সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে কুয়াশার দাপট দেখা যাবে। তাপমাত্রার তারতম্যে এবং জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। বুধবার ও বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কমবে অনেকটা। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় ৫০ মিটারের নীচে নামতে পারে দৃশ্যমানতা। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলিতে কুয়াশার দাপট অপেক্ষাকৃত বেশি থাকবে। দক্ষিণবঙ্গেও কলকাতা-সহ বেশ কিছু জেলাতে কুয়াশার দাপট। আগামী দুদিনে কুয়াশার দাপট বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি আসতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা রয়েছে মঙ্গলবারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা। নতুন সপ্তাহের শুরুতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলাতে। বেশি বৃষ্টি হতে পারে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে। মেঘলা আকাশের কারণেই পারা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা। তবে বুধবার বিকেল থেকে শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে সোম, মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে।
তাপমাত্রা ফের কমবে কবে?
র্তমানে স্বাভাবিকের ওপরে রয়েছে পারদ। সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কোনও কোনও জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা একটু বাড়তে পারে। হাওয়া অফিস বলছে, আগামী ৪-৫ দিনে তাপমাত্রার তারতম্য হবে বেশ কিছুটা। প্রথম দু'দিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে কোথাও মঙ্গলবার কোথাও বুধবার থেকে তাপমাত্রা ফের কমতে পারে। সোম ও মঙ্গলে ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার রাত ও বুধবার ভোর থেকে ফের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী দু-তিন দিন অর্থাৎ সপ্তাহান্তে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ফলে শীতের আমেজ থাকবে সেসময়। যদিও কবে কনকনে ঠান্ডা পড়বে, তা এখনও জানা যায়নি।