নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার হাড়কাঁপানো ঠান্ডা পড়বে, আর চিন্তা নেই! গত একমাস ধরে এমনই আশ্বাসবাণী পাচ্ছে শহরবাসী। তবে তাতে চিঁড়ে ভিজছে কই? প্রতিবারই ‘ভিলেন’ হিসেবে দেখা মিলছে পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে পৌষের প্রায় শেষ লগ্নেও শীত খুঁজতে হচ্ছে আমজনতাকে। যদিও জানুয়ারির শুরু থেকেই কলকাতায় শীতের আমেজ রয়েছে। সকাল বেলার দাপুটে কুয়াশা ঠান্ডাকে জমাটি করতে চেষ্টার কসুর করছে না। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা সেই ১৪-১৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে।
আজ সোমবার, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে। গতকাল অর্থাৎ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। হাওয়া অফিসের রিপোর্ট মোতাবেক, এই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি।
অন্যদিকে, সোমবার সকালে ভারী কুয়াশার সাক্ষী থাকল কলকাতা। সকাল সাড়ে ৯টাতেও ছিল কুয়াশার দাপট। ভোরের দিকে ভারী কুয়াশা থাকায় ব্যাহত হয় ট্রেন ও বিমান চলাচলও। হাওড়া-শিয়ালদহ উভয় জায়গাতেই দেরিতে চলছে এক্সপ্রেস ও লোকাল ট্রেন। অন্যদিকে, কলকাতা বিমান বন্দরে ব্যাহত বিমান পরিষেবা। সকাল থেকে এখন পর্যন্ত দেরিতে নেমেছে প্রায় ৩০টি বিমান। দেরি করে উড়ানও নিয়েছে ৩০ টি প্লেন। এছাড়াও, তিনটি বিমানকে অন্য এয়ারপোর্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে।