জবরদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারের দাবি জোরালো হচ্ছে বাগদায়, সক্রিয় নবান্ন
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: সরকারি জমি জবরদখল নিয়ে প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে দখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে সক্রিয় হয়েছে নবান্ন। সরকারি জমি দখলদারির চেনা চিত্র দেখা গিয়েছে বাগদাতেও। স্থানীয়দের দাবি, বাগদা ব্লকে একাধিক জায়গায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ হয়েছে গত কয়েক বছরে। কৃষি বাজারের জমি দখল হওয়ায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকী নদী দখল করেও একাধিক দোকান নির্মাণ হয়েছে। চাপে পড়ে স্থানীয় প্রশাসন সেই নির্মাণ বন্ধ করলেও দখল হওয়া জমি পুনরুদ্ধার করা যায়নি।
অভিযোগ, বেশ কিছুদিন আগে বাগদা কৃষি বাজারের সামনে সরকারি জমি দখল করে পাকা দোকান তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললে ওই কাজ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। কিন্তু বেআইনি দোকান তৈরির কাজ বন্ধ হলেও জমি পুনরুদ্ধার হয়নি। অন্যদিকে, বাগদা বাজার এলাকায় বেত্রবতী নদী দখল করে একাধিক দোকান গজিয়ে উঠেছে। সেখানে রমরমিয়ে চলছে ব্যবসা। এবিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলেন, ‘খাস জমি দখল করে নির্মাণ চলছিল। আমরা সেই কাজ বন্ধ করে দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ ঘোষ বলেন, ‘বেআইনি নির্মাণের কাজ বন্ধ হয়ে গিয়েছে। জমি পুনরুদ্ধারের চেষ্টা চলছে।’ বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। বিরোধীদের দাবি, প্রশাসনের নাকের ডগায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে। প্রশাসন দেখেও দেখছে না। এবিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালী বলেন, ‘কিষান মান্ডি কিংবা নদী দখল করে নির্মাণের কাজ বন্ধ হলেও জমি পুনরুদ্ধার হয়নি। আমরা চাই, জমি পুনরুদ্ধার করা হোক।’ - নিজস্ব চিত্র