‘অপদার্থ মুখ্যমন্ত্রীর পদলেহন করতে গিয়ে সমস্ত সীমা পার করে গিয়েছেন কুণাল’
হিন্দুস্তান টাইমস | ০৬ জানুয়ারি ২০২৫
রাজনৈতিক সাফল্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর চেয়ে এগিয়ে রয়েছেন। এই মন্তব্যের জন্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণালের তীব্র সমালোচনা করেন তিনি। সুকান্তবাবু লিখেছেন, ‘রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রীর পদলেহন করতে গিয়ে প্রলাপের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।’
ঔদ্ধত্য এবং রাজনৈতিক অশিক্ষা ঠিক কোন স্তরে গিয়ে পৌঁছালে কোনও ব্যক্তি নেতাজী সুভাষচন্দ্র বসুর ব্যর্থতা সম্পর্কে বিশ্লেষণ করার দুঃসাহস দেখাতে পারেন!
রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রীর পদলেহন করতে গিয়ে প্রলাপের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । তাই স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূল সেনানী, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা প্রণম্য 'নেতাজী' সম্পর্কে এই ধরনের চরম আপত্তিকর মন্তব্য করতেও ন্যূনতম লজ্জাবোধ হচ্ছে না তাঁর।
তিনি যেমন নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করেছেন, ঠিক তেমন ভাবেই তাঁর দলের অনুগামীরা যাঁরা এই লজ্জাজনক মন্তব্যকে স্বীকৃতি দিচ্ছেন, তাঁরাও একইভাবে রাষ্ট্রের জন্য কলঙ্কস্বরূপ।
ভোটব্যাঙ্কের রাজনীতির অন্যায় স্বার্থ চরিতার্থ করতে অবাধে পশ্চিমবঙ্গে মৌলবাদী ইসলামীদের অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে নিশ্চুপ ভূমিকা পালন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার রাষ্ট্রের গর্ব নেতাজীকেও অসম্মান করল তৃণমূল। ধিক্কার!'
সম্প্রতি সংবাদমাধ্যমে কুণাল ঘোষ বলেন, নেতাজি একজন ঐতিহাসিক বিপ্লবী কিন্তু সংসদীয় রাজনীতিতে নেতাজিও আলাদা দল গঠন করে সাফল্য পাননি। প্রণব মুখোপাধ্যায় দল গঠন করে ব্যর্থ হয়েছেন। বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ সাফল্য পেয়ে থাকেন সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে অনেকেই বলছেন কুণাল ঘোষের স্মৃতিভ্রংশ হয়েছে। বাংলার মাটিতে সিপিআই ভেঙে সিপিআইএম গঠন হয়। সেই সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার ৩৪ বছর রাজ্য শাসন করেছে। ফলে বাংলার মাটিতে নতুন দল গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ সফল হননি এই দাবি ঠিক নয়। এমনকী কংগ্রেস ভেঙে গঠন হওয়া আঞ্চলিক দলগুলিরও বিভিন্ন রাজ্যে সাফল্য পাওয়ার নজির রয়েছে।