সরকারি বাস পরিষেবা বৃদ্ধিতে অস্থায়ী কর্মী নিয়োগের পরিকল্পনা
দৈনিক স্টেটসম্যান | ০৬ জানুয়ারি ২০২৫
আজ সোমবার নিত্যযাত্রীদের সুবিধা–অসুবিধা খতিয়ে দেখতে পথে নামছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। নিউটাউন, বাইপাস, সল্টলেক, বেহালা সহ শহরের একাধিক জায়গা ঘুরে দেখবেন তিনি। নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে পরিবহন দপ্তরকে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্যের মানুষের জন্য সরকারি বাস পরিষেবা বৃদ্ধি করতে উদ্যোগী হল পরিবহণ দপ্তর। এই উদ্যোগ সফল করতে অস্থায়ী কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, অস্থায়ী চালক ও কন্ডাক্টর পদে কয়েকশো কর্মী নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। যদিও পরিবহণ দপ্তর সূত্রে খবর, পরিষেবা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর বলার আগেই অস্থায়ী কর্মী নিয়োগের অনুমোদন চেয়ে নবান্নে আবেদন জানানো হয়েছে। এদিন পথে নেমে কোন কোন রুটে বাস বাড়ানোর প্রয়োজন রয়েছে তা খতিয়ে দেখবেন পরিবহন মন্ত্রী।
মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে পরিবহন দপ্তরকে বেশ কয়েকটি নির্দেশ দেন। তিনি চান, সরকারি বাস পরিষেবা আরও বাড়ানো হোক, যাতে মানুষ সহজে ও কম খরচে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারেন। বিশেষ করে মফসসল ও গ্রামীণ এলাকায় সরকারি বাস পরিষেবা যাতে আরও বাড়ানো যায়। পাশাপাশি রাস্তায় যাতে আরও বেশি করে ট্রিপের ব্যবস্থা করা যায়। মুখ্যমন্ত্রীর এই সব নির্দেশ কার্যকর করতেই এবার কর্মসংস্থান তৈরির উপর জোর দিচ্ছে পরিবহন দপ্তর। বেকার যুবকরা এই উদ্যোগে উপকৃত হবেন।
পরিবহন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই নিয়োগের মাধ্যমে সরকারি বাসগুলির কার্যক্ষমতা অনেকটা বাড়ানো সম্ভব হবে। প্রথম ধাপে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের বাছাই করে প্রয়োজনীয় প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা থাকবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি বাড়বে ট্রিপের সংখ্যাও। এর ফলে যাত্রীদের কম অপেক্ষা করতে হবে। এছাড়াও যাতায়াত হবে অত্যন্ত কম খরচে।
কোন রুটে বাস কম, বাসের জন্য কোথায় কোথায় যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে, তার একটি সমীক্ষা করা হবে। এই সমীক্ষার উপর ভিত্তি করেই বাসের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। সোমবার পরিবহনন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহনের।