ঘটনা বারাসত- ২ নম্বর ব্লকের দাদপুর গ্রামের পকদাহ এলাকার। সোমবার ওই গ্রামের ১০০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে। প্রাপকদের মধ্যে রয়েছেন সিপিএম ও আইএসএফ সমর্থকরাও।
এই টাকা ঢোকার আগে তাঁরা দাবি করেছিলেন, একাধিকবার আবাস প্রকল্পের টাকা পেতে তাঁরা আবেদন করেছিলেন। ত্রিপলের ছাউনি দেওয়া বাড়ি থাকা সত্ত্বেও এই প্রকল্পে তাঁরা বাড়ি পাননি। বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণেই তাঁরা বৈষম্যের শিকার বলে অভিযোগ ওঠে। কিন্তু এ বার তাঁরাই আবাস যোজনার টাকা পাওয়ার পর ময়দানে তৃণমূলের স্থানীয় নেতারা।
দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, ‘আমরা প্রথম থেকেই দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণের ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন করেন না। যে সব অভিযোগ তোলা হয়েছিল তা ভিত্তিহীন। যদি কেউ আবাসের সুবিধা পাইয়ে দেওয়ার জন্ কাটমানি চান তা হলে সঙ্গে সঙ্গে বিষয়টি পঞ্চায়েতে জানান। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’