নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন হল। সোমবার ব্যাঙ্কশাল আদালতে চার্জ গঠন করা হয় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এ দিন আদালতে দাঁড়িয়ে ইডি-র বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার প্রশ্নের জবাবে পার্থর দাবি, ‘আমি নির্দোষ। আপনার কাছেই প্রমাণ করব।’ এ দিন চার্জ গঠন হয় অয়ন শীল, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ দিন হাজির ছিলেন আদালতে। বিচারক তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তাঁকে শোনান। এর পরই পার্থর বক্তব্য শুনতে চান বিচারক। পার্থ জানান, সমস্ত অভিযোগ কাল্পনিক। সবই মিথ্যা। তা তিনি প্রমাণও করবেন।
শুনানি শেষে পার্থ বলেন, ‘চার্জ গঠন করে ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রমাণ ছাড়াই চার্জ গঠন হয়েছে।’ বিচারক বলেন, ‘এ তো আদালত অবমাননার সমতুল অভিযোগ।’ শুনেই পার্থ বলেন, ‘আপনার উপর আস্থা আছে।’ বিচারক বলেন, ‘আপনি কী করে ভাবলেন, প্রমাণ ছাড়া আপনার বিরুদ্ধে চার্জ গঠন হল?’
অন্যদিকে কালীঘাটের কাকু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাই এ দিন ভার্চুয়ালি তাঁকে পেশ করা হয়। সূত্রের খবর, ভার্চুয়ালি তাঁকে বিচারক জানিয়ে দেন, কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হল।
বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্র চিকিৎসাধীন। ইডি এ দিন কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট জমা দেয় আদালতে। তারা জানায়, কালীঘাটের কাকু এই মুহুর্তে হাই-ডিপেনডেন্সি ইউনিট বা এইচডিইউ-এ চিকিৎসাধীন। তাঁর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো। তা বদলানোর প্রয়োজন রয়েছে কি না তা জানতে এনজিওগ্রাফি করা হবে।