আরামবাগবাসীর দাবি, এই কাজ দ্রুত শুরু করা হোক। আরামবাগের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদ। আরামবাগ শহরের প্রায় বাইশ মাইল এলাকা জুড়ে রয়েছে মূল দ্বারকেশ্বর নদ। সেখান থেকে শাখা নদী বেরিয়েছে। এলাকায় যা কানা দ্বারকেশ্বর নামে পরিচিত। এখন এই কানা খাল নর্দমায় পরিণত হয়েছে।
সেচ দপ্তরের উদ্যোগে এই কানা দ্বারকেশ্বর সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপকৃত হবেন আরামবাগের মানুষজন। খালটির উৎসমুখ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ভাটার মোড়ে। শহরের ভিতর একাধিক জায়গায় খালের প্রবাহপথ হারিয়ে গিয়েছে। যার সন্ধানে শুরু হয় সার্ভের কাজ। শহর থেকে বেরিয়ে খালটি মিলেছে মলয়পুর খালে। সেই খাল খানাকুলের অরোরা খালে পড়ে রূপনারায়ণ নদে মিশেছে।
আরামবাগ মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত কানা দ্বারকেশ্বর, কানা মুণ্ডেশ্বরী, ভোমরা, মলয়পুর ও অরোরা খালের বেশ কিছু অংশে সংস্কার হয়েছে। কিন্তু কিছু দিন হলো হঠাৎ সংস্কার বন্ধ হয়ে যায়। শহরের ভিতর কানা দ্বারকেশ্বর বুজে যাওয়ায় খালের এই অংশের সংস্কারের কাজও সম্ভব হয়নি। জনবসতি ও দোকান–বাজার বাড়ায় শহরের অধিকাংশ জায়গায় খালের অস্তিত্ব হারিয়ে গিয়েছে। খাল দখল করে তৈরি হয়েছে নির্মাণ। বর্জ্য ও জঞ্জালে বুজে গিয়েছে বহু জায়গা।
আরামবাগ শহরের একাধিক ওয়ার্ডের ড্রেনের নিকাশি জল এই খালে পড়ে। সেই জল খাল দিয়ে বেরোতে পারছে না। খালের জমা জল থেকে ছড়াচ্ছে দূষণ। সেই দূষণ থেকে রোগও ছড়াচ্ছে। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ সাদ্দাম বলেন, ‘খাল বুজে যাওয়ায় জল বেরোতে পারছে না। যার জেরে অল্প বৃষ্টিতেই নর্দমার জল রাস্তা ও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। খালটি দ্রুত সংস্কার হওয়া দরকার।’
সেচ দপ্তরের আধিকারিক দীনবন্ধু ঘোষ জানান, মহকুমা প্রশাসনের নির্দেশে সংস্কারের কাজ শুরু হয়েছে। শহর এলাকায় খালটির সঠিক গতিপথ চিহ্নিত করা হয়েছে। সাময়িক ভাবে সংস্কারের কাজ বন্ধ রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি সংস্কারের কাজ করা হবে।