• মণিপুর থেকে কম্বলে লুকিয়ে ব্রাউন সুগার পাচারের চেষ্টা, মালদহে গ্রেপ্তার যুবক ...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের মালদহে ব্রাউন সুগার উদ্ধার। এবার ঘটনাস্থল মালদহ টাউন রেলওয়ে স্টেশন। ডাউন বিবেক এক্সপ্রেসে চেপে কম্বলে লুকিয়ে ব্রাউন সুগার নিয়ে আসছিল এক ব্যক্তি। কলকাতা এসটিএফ-এর খবরের ভিত্তিতে অভিযান চালায় মালদহ জিআরপি। এক যুবককে আটক করা হয়। 

    সে সময় তল্লাশি চালানোর সময় কম্বল থেকে উদ্ধার হয় ৪৬০ গ্রাম ব্রাউন সুগার। পরে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য দু'কোটি কুড়ি লক্ষ টাকা। মণিপুর থেকে ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদহের কালিয়াচকে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে মালদহ টাউন স্টেশনের জিআরপি। 

    ধৃত যুবক কালিয়াচকের বাসিন্দা বলে জানা গেছে।তদন্তের স্বার্থে তার নাম এখনও প্রকাশ করতে চায়নি মালদহ জিআরপি। এ বিষয়ে মালদহ জিআরপি আইসি প্রশান্ত রায় জানান, ডাউন বিবেক এক্সপ্রেস থেকে ৪৬০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের বাড়ি কালিয়াচকে। মণিপুর থেকে ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল।
  • Link to this news (আজকাল)