অভিষেকের ‘সেবাশ্রয়’-এ মিলল সুফল, দ্রুত চিকিৎসা পেলেন দুর্ঘটনাগ্রস্ত স্কুলছাত্রী...
আজকাল | ০৬ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে তাঁর সংসদ এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছিলেন। গত কয়েক দিনে হাজারও এলাকাবাসী পরিষেবা নিয়েছেন স্বাস্থ্যশিবিরে। সেখানেই চিকিৎসা পেলেন দুর্ঘটনাগ্রস্ত এক স্কুলছাত্রী।
বাগদা তাজ ক্লাবের 'সেবাশ্রয়' শিবিরে নিজের আহত মেয়েকে নিয়ে উপস্থিত হয়েছিলেন বাগদার বাসিন্দা আলি হোসেন মোল্লা। শিবিরে উপস্থিত চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের দ্রুত পদক্ষেপে জরুরি চিকিৎসার জন্য ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই সুস্থ হয়ে উঠেছে সাদিকা। মেয়েটির বাবা বলেন, “আমার মেয়ে দুর্ঘটনায় আহত হয়। আমরা বাগদা তাজ ক্লাবের সেবাশ্রয় শিবিরে আসি। যেখান থেকে আমাদের ডায়মন্ডহারবার হাসপাতালে পাঠানো হয়। আমরা সেখানে খুব ভাল চিকিৎসা পেয়েছি। সেবাশ্রয় শিবিরের স্বেচ্ছাসেবকদেরও ধন্যবাদ জানাই, দ্রুত সহায়তার জন্য।"
সাদিকার মতই, প্রীতিকণা ঘোষ এবং নরেন মাইতিও সেবাশ্রয় শিবির থেকে চিকিৎসা পেয়েছেন। শিবিরের চতুর্থ দিনে ১৫,৭৮৫ জন বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। শনিবার তৃতীয় দিনেও ভিড় ছিল চোখে পড়ার মতো। শনিবার ১১,৩৮৮ জন পরিষেবা পেয়েছেন 'সেবাশ্রয়'-এ। এই কর্মসূচিতে যুক্ত রয়েছেন ১২০০ চিকিৎসক, ৫০০ ডায়াগনস্টিশিয়ান এবং ১৫০০ স্বেচ্ছাসেবক। কোনও রোগীকে হাসপাতালে স্থানান্তরিত করা পরিস্থিতি তৈরি হলে সেই সুবিধাও পাওয়া যাবে। রোগী স্থানান্তরের ক্ষেত্রে পরিষেবার জন্য রাজ্যের ১২টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে যুক্ত করা হয়েছে এই কর্মসূচির সঙ্গে। নতুন বছরের দ্বিতীয় দিনে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সূচনা করেন সাংসদ অভিষেক। চলবে ২০ মার্চ পর্যন্ত। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় সাত দফায় হবে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মসূচি।