• কাজের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা, হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার তরুণী, গ্রেপ্তার চার...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কাজের প্রলোভন দেখিয়ে তরুণীকে বাড়ি থেকে ডেকে আনা হয়েছিল। তারপর তাঁকে হোটেলের ঘরে আটকে রাখা হয়। পুলিশ গিয়ে হোটেলের বন্ধ ঘর থেকে ওই তরুণীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোটেলের দুই কর্মী–সহ চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ধৃতদের নাম রেজাউল শেখ, আনাজ মণ্ডল, গোপাল গাইন ও হাফিজুল শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই তরুণীর বাড়ি বনগাঁয়। রবিবার সন্ধেয় গোপালনগরের বাসিন্দা গোপাল গাইন ও হাফিজুল শেখ কাজের প্রলোভন দেখিয়ে বনগাঁর বাটার মোড় চত্বরের একটি হোটেলে ওই তরুণীকে দেখা করতে বলে। সরল বিশ্বাসে ওই তরুণী হোটেলে তাদের সঙ্গে দেখা করতে যান। তারপর থেকে আর তরুণীর কোনও খোঁজ পাওয়া যায়নি। রাতে পরিবারের লোকরা বনগাঁ থানায় অভিযোগ জানান। পুলিশ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে বনগাঁর ওই হোটেলে অভিযান চালায়। সেখানে বন্ধ একটি ঘরের ভিতর থেকে ওই তরুণীকে পুলিশ উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় রেজাউল শেখ, আনাজ মণ্ডল, গোপাল গাইন ও হাফিজুল শেখকে। ধৃত রেজাউল ও আনাজ ওই হোটেলেরই কর্মী। বাড়ি বাগদার নাটাবেড়িয়া ও পেট্রাপোলের জয়ন্তীপুর গ্রামে। 

    ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, রেজাউল ও আনাজ ওই তরুণীকে হোটেলে ডেকে এনেছিল। তাদের সঙ্গে হোটেলের কর্মী গোপাল ও হাফিজুলের আগে থেকে যোগাযোগ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা ওই তরুণীকে ভিনরাজ্যে পাচার করার মতলবে ছিল। 

    সোমবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সীমান্ত শহর বনগাঁয় বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। পুলিশ জানিয়েছে, নারী পাচারের মতো ঘটনা যাতে হোটেল থেকে না ঘটে, তার জন্য নিয়মিত তল্লাশি ও অভিযান চলবে।
  • Link to this news (আজকাল)