নতুন বছরে পরিবার নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন বাঙালি পর্যটক, পরিণতি হল মর্মান্তিক
আজকাল | ০৬ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে পাহাড়ে ঘুরতে এসে মৃত্যু হল হুগলির এক পর্যটকের। নতুন বছরের ছুটিতে পরিবার নিয়ে দার্জিলিং বেড়াতে এসেছিলেন হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা দীপাঞ্জন সাহা (৫৮)। শুক্রবার হুগলি থেকে গাড়ি নিয়ে দার্জিলিংয়ের লামাহাটায় বেড়াতে আসেন তিনি। সেখান থেকে শনিবার দার্জিলিংয়ের সাইট সিন ঘুরতে গিয়েছিলেন। আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি পর্যটককে।
স্থানীয় সূত্রে খবর, হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা পরিবার নিয়ে দিন তিনেক আগে দার্জিলিঙে বেড়াতে যান। শুক্রবার এবং শনিবার তাঁরা লামাহাটায় ছিলেন। রবিবার লামাহাটা থেকে দার্জিলিঙে যান। সারা দিন ঘোরার পর লামাহাটা ফেরার পথে আচমকাই অসুস্থ বোধ করেন দীপাঞ্জন। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দার্জিলিং জেলা সদর হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
সোমবার পর্যটকের দেহের ময়নাতদন্ত হবে। রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। এদিকে, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে জিটিএ–র পর্যটন বিভাগ।