• ডেটিং অ্যাপে মহিলা সেজে প্রতারণা! ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ, রাজারহাট পুলিশের হাতে গ্রেপ্তার যুবক...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ডেটিং অ্যাপের মাধ্যমে মহিলাদের গলায় ফোন ও ভিডিও কল করে প্রতারণা ও ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এক যুবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানার পুলিশ। 

    পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ ওয়াসিম আলি। তিনি রাজারহাট থানা এলাকার রাইগাছির বাসিন্দা। গত ৩ জানুয়ারি রাজারহাট থানায় কলকাতার বাসিন্দা এক যুবক অভিযোগ দায়ের করেন যে, ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁর একটি মেয়ের সঙ্গে আলাপ হয়। এরপর ওই যুবতী অভিযোগকারীকে রাজারহাট এলাকায় ডাকে। দেখা করতে এসে ওই যুবককে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ২৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। যুবকের অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার পুলিশ তদন্ত শুরু করে। 

    তদন্তে দেখা যায় ওই মহিলাকন্ঠী একজন যুবক। রাজারহাট থানা এলাকারই বাসিন্দা। তাঁকে আটক করে জিজ্ঞাসবাদ শুরু করা হয়। জেরায় পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক মহিলাদের গলায় ফোন করে ও মহিলা সেজে প্রতারণা ও ব্ল্যাকমেল করতেন। গত দু'বছর ধরে এই কীর্তিকলাপ করে আসছিলেন। তদন্ত দেখা গিয়েছে তাঁর হাতে অনেকেই প্রতারিত হয়েছেন। ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল তৈরি করে বেশ কিছু নম্বর জোগাড় করে তাঁদের সাথে আলাপ জমাতেন। কখনও ফোন করে বা ভিডিও কলের মাধ্যমে। 

    রবিবার অভিযুক্ত যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মেকআপের সামগ্রী এবং পরচুলা উদ্ধার করা হয়েছে। ভিডিও কলের স্কিনশট নিয়ে ব্ল্যাকমেল করা হত। ইতিমধ্যেই ওই যুবকের সঙ্গে বেঙ্গালুরুর যোগ পাওয়া গিয়েছে। সেখানকার কয়েক জনকেও একই ভাবে প্রতারিত করেছেন ধৃত যুবক।
  • Link to this news (আজকাল)