আজকাল ওয়েবডেস্ক: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। দক্ষিণেশ্বরগামী আপ লাইনে চাঁদনি চক স্টেশনে আত্মহত্যার চেষ্টা। যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। যার জেরে ব্যাহত হয় মেট্রো চলাচল। আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক ও ময়দান থেকে কবি সুভাষ অবধি মেট্রো চলছে। সোমবার অফিস টাইমের ব্যস্ত সময়ে এমন ঘটনায় ভোগান্তির শিকার যাত্রীরা।
ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি জীবিত না মৃত তা এখনও জানা যায়নি।
এদিন সকাল ১২.১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে আপ এবং ডাউন দুদিক থেকেই মেট্রো দেরিতে ছাড়ছিল। কর্মস্থলে পৌঁছতে অনেকেই বিকল্প রাস্তা ধরেন। তবে ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, বারবার মেট্রোয় এই ধরনের ঘটনা ঘটে চলেছে। মেট্রো কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিলেও এই প্রবণতা কমানো যায়নি। গত বছর অক্টোবরে চাঁদনি চক স্টেশনেই আত্মহত্যার চেষ্টা করতে গিয়েছিলেন এক মহিলা। ওই মহিলা সন্তান নিয়ে চাঁদনি চক মেট্রো স্টেশনে ঢোকেন। তার পরেই তিনি হঠাৎ সামনে আসা একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হয়।