• পশ্চিম মেদিনীপুরে ট্রেলার এবং অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ, মৃত ১, আহত ৪
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দাঁতন: আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ট্রেলার এবং অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে মৃত্যু হল এক জনের। আহত হয়েছেন চার জন। মৃতের নাম ঈশ্বরচন্দ্র সর্দার (৪০)। তাঁর বাড়ি বাঁকুড়ার কোতুলপুর এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে দাঁতন থানার পুলিস।

    জানা গিয়েছে, সোমবার চন্দ্রকোনা টাউনের তাতারপুর এলাকা থেকে অ্যাম্বুল্যান্সটি উড়িষ্যার ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু দাঁতন থানার বামনপুকুরের কাছে আসতেই অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা সামনে থাকা একটি ট্রেলারকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্স চালকের। আহত চার জনই চন্দ্রকোনা টাউনের তাতারপুরের বাসিন্দা। তাঁদের উদ্ধার করে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হলে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
  • Link to this news (বর্তমান)