হাওড়ায় একটি বাড়িতে ডাকাতি, গয়না-টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ায় দুঃসাহসিক ডাকাতি। গতকাল, রবিবার হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানা থেকে কিছু দূরে লক্ষীনারায়ণতলা রোডের এক বাড়িতে ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। জানা গিয়েছে, ওইদিন বিকেলে বাড়িটিতে কেউ ছিলেন না। সেই সময়ে জানলার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে কয়েকজন দুষ্কৃতী। দোতলার দুটি ঘরে তারা লুটপাট চালায় বলে জানা গিয়েছে। প্রায় ১২ ভরি সোনার গয়না এবং নগদ ৭ হাজার টাকা লুট করে তারা সেখান থেকে চম্পট দেয়। এরপর বাড়ির সদস্যরা ফিরে লন্ডভন্ড অবস্থায় দুটি ঘরকে দেখতে পান। বাড়ির এক সদস্যের অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিস। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। এই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়।