• ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, সপ্তাহের প্রথম দিনেই বিপর্যস্ত পরিষেবা
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ফের মেট্রোয় বিপত্তি। সোমবার ভরদুপুরে ব্যাহত হল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। বেলা ১২টার পর চাঁদনি চক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন পরিষেবা। ফলে ভোগান্তির শিকার হয় আমজনতা।

    মেট্রো সূত্রে খবর, এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে মেট্রো। গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়। যদিও কিছুক্ষণ পর মেট্রো চলাচল স্বাভাবিক করতে বিক্ষিপ্ত ভাবে পরিষেবা চালু করা হয়। তবে, বিক্ষিপ্ত পরিষেবা চালু হলেও তার ফলে বিশেষ লাভ হয়নি বলে অভিযোগ। যাত্রীরা দাবি করেন, বিক্ষিপ্ত পরিষেবা চালু করার পরেও প্রায় প্রতিটি স্টেশনে ১৫-২০ মিনিট ধরে মেট্রো দাঁড়িয়ে ট্রেন চলছিল। এই ঘটনার জেরে বহু যাত্রীর গন্তব্য পৌঁছতে দেরি হয় বলেও অভিযোগ।

    প্রসঙ্গত, কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা নতুন নয়। সপ্তাহ দুয়েক আগেও শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। তখনও প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। মেট্রো রেল লাইনে মরণঝাঁপ দেওয়ার প্রবণতা রুখতে সচেষ্ট হলেও বিষয়টি এখনও নিয়ন্ত্রণে আসেনি।
  • Link to this news (বর্তমান)