স্থানীয় সূত্রে খবর, রাজাপুর থানার ফুলতলা এলাকার বাসিন্দা শ্যামপদ রাউতের সঙ্গে তাঁর ছেলে গোপাল রাউতের দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল। রবিবার আনুমানিক রাত ৯টা নাগাদ সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ, ঝামেলার সময় শ্যামপদ ধারালো অস্ত্র দিয়ে ছেলে গোপালের ঘাড়ে ও পিঠে আঘাত করে বসে। মারাত্মক আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গোপাল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ট্রান্সফার করা হয়।
ঘটনায় গোপালের স্ত্রী শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানার পুলিস অভিযুক্ত শ্যামপদ রাউতকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।