• মধ্যরাতে কলকাতার গরফায় ফ্ল্যাটে আগুন, দগ্ধ হয়ে মৃত্যু মহিলার
    বর্তমান | ০৬ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার মধ্যরাতে দক্ষিণ কলকাতার গরফার ৭/৩ কালীতলা রোডে এই আগুন লাগার ঘটনা ঘটে। যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

    পুলিস সূত্রে খবর, রাত ১টা ২০ মিনিট নাগাদ গরফার ওই ফ্ল্যাটে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ২টো ৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। পাশাপাশি উদ্ধার করা হয় এক মহিলার মৃতদেহও। মৃত মহিলার নাম বেবি মণ্ডল (৬৫)।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিল্ডিংয়ের দোতালার একটি ফ্ল্যাট থেকে ওই মহিলাকে উদ্ধার করা হয়। শেষ চেষ্টার উদ্দেশে দ্রুত তাঁকে এমআর বাঙুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে মধ্যরাতে ওই ফ্ল্যাটে আগুন লাগল, তার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)