• সাতসকালে কন্টেইনারে পেছন থেকে ধাক্কা অ্যাম্বুল্যান্সের, ঘটনাস্থলেই মৃত ১
    ২৪ ঘন্টা | ০৬ জানুয়ারি ২০২৫
  • ই গোপী: সাতসকালেই দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে কন্টেইনারের পেছনে ধাক্কা মারল  রোগীবাহী অ্যাম্বুল্যান্স। প্রবল ওই ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। ওই ঘটনায় মৃত্যু হয়েছে অ্যাম্বুল্যান্স চালকের। আহত হয়েছেন অ্য়াম্বুল্যান্স থাকা ৫ জন। সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে বেলদা-ওড়িশা সড়কে বামনপুকুর এলাকায়।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনার তাতরা এলাকা থেকে অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বর এইমসে যাচ্ছিলেন ৪ রোগী। সকাল থেকেই এলাকায় প্রবল কুয়াশা নেমে এসেছিল। ফলে রাস্তায় দৃশ্যমানতা ছিল খুবই কম। সম্ববত সেই কারণেই দাঁতনের বামনপুকুর এলাকায় অ্যাম্বুল্যান্সটি প্রবল গতিতে একটি কন্টেইনারের পেছনে ধাক্কা মারে। প্রবল ওই ধাক্কায় তালগোল পাকিয়ে যায় অ্যাম্বুল্য়ান্সটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্স চালকের। আহত হন অ্যাম্বুল্যান্সে থাকা ৪ রোগী।

    দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দাঁতন থানার পুলিস। আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হালপাতালে ভর্তি করা হয়।  পরে ওই চারজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    উল্লেখ্য, দক্ষিণের ৫ জেলায় আজ ঘন এবং বাকি সব জেলায় মাঝারি কুয়াশা দেখা দিয়েছে। ঘন কুয়াশা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া এই পাঁচ জেলাতে। বাকি জেলায় সকালের দিকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে দুই তিন জেলা বাদ দিয়ে বাকি জেলায় পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

  • Link to this news (২৪ ঘন্টা)