• ভিন্টেজ গাড়িতে প্রয়াত বাবা-মায়ের মূর্তি বসিয়ে শহরভ্রমণ আইনজীবীর!
    হিন্দুস্তান টাইমস | ০৬ জানুয়ারি ২০২৫
  • শীতের বিকেলে গাড়িতে কলকাতার রাস্তায় ঘুরতে ভালোবাসতেন তাঁর বাবা-মা। কিন্তু, আজ তাঁরা নেই। দু'জনই গত হয়েছেন। তবু, বাবা-মায়ের সেই ভালোবাসাকে আশ্চর্য উপায়ে ফিরিয়ে আনলেন তাঁদের সন্তান। একটি ভিন্টেজ গাড়ি ভাড়া করে, তাতে বাবা-মায়ের সিলিকনের মূর্তি বসিয়ে শহরের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে বেড়ালেন তিনি!

    রবিবার বিকেলের এমনই এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকলেন কলকাতার পথচলতি মানুষজন। তবে, আপাত অদ্ভূত এই ঘটনার সঙ্গে কতখানি আবেগ জড়িয়ে, সেটা বোধ হয় বাবা-মাকে হারানো সমিতকুমার দত্তের পক্ষেই একমাত্র উপলব্ধি করা সম্ভব।

    ৪৮ বছরের সমিত পেশায় আইনজীবী। প্র্য়াকটিস করেন কলকাতা হাইকোর্টে। রবিবার বিকেলে একটি মান্ধাতা আমলের, কিন্তু ঝকঝকে গাড়ি ভাড়া করেন তিনি। সেই গাড়ির পিছনের আসনে বাবা-মায়ের মূর্তি বসিয়ে দেন। তারপর বের হন শহর ঘুরতে!

    এমন দৃশ্য দেখে সমিতদের গাড়ির চারপাশে উৎসাহী মানুষের ভিড় জমে যায়। উত্তর থেকে দক্ষিণ - শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সেই গাড়িতেই চষে বেড়ান সমিত।

    তাঁদের সেই গাড়ি একের পর এক বিভিন্ন দ্রষ্টব্য স্থানে থামতে থামতে এগিয়ে যায়। সেই তালিকায় ছিল - ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, স্থানীয় একটি ফুটবল ক্লাব, কুমারটুলি ঘাট এবং বাগবাজারের একটি অনাথ আশ্রম।

    এই সফর চলাকালীন কলকাতার বিখ্য়াত ডেকার্স লেনেও যান সমিতরা। কারণ, একটা সময় মাঝেমধ্য়েই এখানে বাবা-মায়ের সঙ্গে লাঞ্চ করতে আসতেন তিনি। তখন অবশ্য তিনি নেহাতই বালক!

    বর্তমানে ৫০ ছুঁই ছুইঁ সমিত জানালেন, 'প্রত্যেক বছর শীতের সময় আমার বাবা এভাবে আমাদের গাড়িতে চড়াতেন। সেটা একটা বিরাট মজার ব্য়াপার ছিল।'

    টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সমিত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাবার নাম অরুণকুমার দত্ত। পেশাদার সিভিল ইঞ্জিনিয়র ছিলেন তিনি। কাজ করতেন সরকারি দফতরে। ২০২২ সালের ২৭ জুলাই ৭৭ বছর বয়সে প্রয়াত হন অরুণ।

    অন্যদিকে, সমিতের মায়ের মৃত্যু হয় ৪০ বছর আগে - ১৯৮৫ সালে। তখন তাঁর বয়স খুবই কম।

    সমিতের এই সফরের সঙ্গী বলতে ছিলেন, তাঁর দাদা অমিত কুমার দত্ত এবং সমিতের ১৫ বছরের কিশোরী মেয়ে সূর্যতপা দত্ত। সব মিলিয়ে একটা সুন্দর শীতের বিকেল কাটালেন তাঁরা।

    প্রসঙ্গত, রবিবার বিকেলে তাঁরা যে ফক্স ভিন্টেজ গাড়িটি ভাড়া করেছিলেন, সেটি সাধারণত বিয়ের অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ১০ ঘণ্টার জন্য এই গাড়ি ভাড়া নিতে গেলে দিতে হয় ২৫,০০০ টাকা।

    সমিত তাঁর বাবা-মায়ের সিলিকনের মূর্তিগুলি গাড়ির পিছনের সিটে বসিয়ে বেঁধে দিয়েছিলেন। যাতে ঝাঁকুনিতে পড়ে না যায়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)