• পশ্চিমবঙ্গে তৈরি হল ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন
    হিন্দুস্তান টাইমস | ০৬ জানুয়ারি ২০২৫
  • ভারতে প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল কলকাতায়। এবার প্রথম Made in India চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি হল এরাজ্যে। দেশীয় প্রযুক্তিতে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি করল টিটাগড় রেল সিস্টেমস। সোমবার উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে ট্রেনটি বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর। 

    ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ শহরে মেট্রো পরিষেবা শুরু করতে কোমর বেঁধে কাজ করছে মোদী সরকার। আর মেক ইন ইন্ডিয়ার মন্ত্রে সেজন্য প্রায় সমস্ত প্রযুক্তি ও যন্ত্রাংশ তৈরি হচ্ছে এদেশেই। এবার দেশে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি করে নজির গড়লেন টিটাগড় রেল সিস্টেমসের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। স্টেনলেস স্টিলের তৈরি এই ট্রেনটি বেঙ্গালুরু মেট্রোর ইয়োলো লাইনে চলবে। আপাতত ১৮ কিলোমিটার রেলপথে যাতায়াত করবে ট্রেনটি। 

    এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্নের লক্ষ্যে একটিগুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বয়ংক্রিয় মেট্রো ট্রেনসেট। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই কোচগুলি ভারতের শহরাঞ্চলীয় যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে বলে দাবি করেন তিনি। এই ট্রেন তৈরির মাধ্যমে টিটাগড় রেল সিস্টেমস বা টিটাগড় ওয়াগানের মুকুটে আরও একটা পালক জুড়ল। 

    দেশের অন্যতম সেরা ট্রেন কোচ ও রেল প্রযুক্তি নির্মাণ সংস্থা টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড। প্রতি বছর ৪০০ কোচ তৈরি হয় এই সংস্থার কারখানায়। এছাড়াও রেলের প্রয়োজনীয় নানা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে এই সংস্থা। আগামীতে বেঙ্গালুরু মেট্রোর জন্য আরও ট্রেনসেট তৈরি করবে এই সংস্থা। 

    বলে রাখি, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে চলে চালকবিহীন মেট্রো ট্রেন। তবে ট্রেনগুলি সম্পূর্ণ চালকবিহীন নয়। চালকের আসনে একজন ব্যক্তি বসে থাকেন। শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ট্রেন চালান তিনি। অন্য সময় যাবতীয় যন্ত্র সঠিকভাবে কাজ করছে কি না তার ওপর নজরদারির দায়িত্ব থাকে ওই ব্যক্তির ওপরে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)