দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে মৃত্যু হুগলির পর্যটকের, বাড়ি ফিরবে নিথর দেহ
হিন্দুস্তান টাইমস | ০৬ জানুয়ারি ২০২৫
শীতের ছুটিতে দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল হুগলির এক পর্যটকের। শীতের ছুটি। বহু পর্যটক দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন। তেমনই গিয়েছিলেন সাহা পরিবার। আর সেই দার্জিলিংয়ে বেড়াতে গিয়েই মৃত্যু হল হুগলির পর্যটকের। মৃতের নাম দীপাঞ্জন সাহা। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ফের অত্যন্ত মর্মান্তিক ঘটনা হল দার্জিলিংয়ে।
তিনি পরিজনদের নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার ও শনিবার তাঁরা লামাহাটায় ছিলেন। এরপর রবিবার দার্জিলিংয়ে গিয়েছিলেন। এরপর ফের তাঁরা লামাহাটায় আসছিলেন। সেই সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে দার্জিলিং জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে কিছুটা রহস্য দানা বেঁধেছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে বাস্তবে তিনি কীভাবে মারা গিয়েছেন।
এর আগে গত অক্টোবর মাসে লামাহাটায় এক বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছিল। লামাহাটায় ওই পর্যটকের মৃত্যু হয়েছিল। এই পর্যটকের নাম ছিল অশোক সাধুখাঁ । কলকাতার হাতিবাগান এলাকায় তাঁর বাড়ি। তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী ছিলেন বলে জানা গিয়েছে। গতবছরের ২০ অক্টোবর অশোকবাবু তাঁর দুই মেয়ে, জামাই, ছোট ভাই এবং ভাইজিকে সঙ্গে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে এসেছিলেন। কিন্তু বাড়ি ফেরার আগেই দার্জিলিংয়ে মৃত্যু হয়েছিল তাঁর।
সূত্রের খবর,সেই সময় লামাহাটায় বেড়াতে এসে একটি পাহাড়ের উপরে তৈরি ফুলের বাগান দেখতে গিয়েছিলেন তিনি।তবে সেখান থেকে ফেরার পথে পাহাড়ি রাস্তায় টাল সামলাতে পারেননি।সেখানেই তিনি পড়ে যান। পরিবারের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে দার্জিলিং সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এবারও ফের সেই লামাহাটাতে মৃত্যু পর্যটকের। এদিকে প্রতি বছরই মূলত একটু অফবিটে থাকতে যারা ভালোবাসেন তাঁরা লামাহাটায় যান। সেখানেই তাঁরা হোমস্টেতে থাকেন। প্রকৃতির রূপ উপভোগ করেন।
এদিকে শনিবার দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলেন মুর্শিদাবাদের এক যুবক। কিন্তু খাদে পড়ে যান তিনি। পাহাড়ের একটি ভিউ পয়েন্টে তিনি সেলফি তুলছিলেন। সেই সময় তিনি নীচে পড়ে যান। মৃতের নাম আলাহীন শেখ।কীভাবে তিনি পা পিছলে পড়ে গিয়েছিলেন সেটা দেখা হচ্ছে। রবিবার রাতে ফের এক বাঙালি পর্যটকের মৃত্যু হল দার্জিলিংয়ে।