কলকাতায় HMPV-র থাবা! আক্রান্ত হয়েছিল সাড়ে ৫ মাসের শিশু
হিন্দুস্তান টাইমস | ০৬ জানুয়ারি ২০২৫
আশঙ্কাটা হচ্ছিলই। এবার কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্ত শিশু। সূত্রের খবর পাঁচ মাস বয়সি একটি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। ওই শিশুর শরীরের ওই ভাইরাসের সন্ধান মিলেছে বলে খবর। বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে সে চিকিৎসাধীন ছিল বলে খবর।
কলকাতার এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাসের সন্ধান মিলেছে বলে খবর। তবে এটা চিনের সেই ভাইরাস কি না সেটা নিশ্চিত নয়।
টিভি ৯ বাংলার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই শিশুর পরিবার গত নভেম্বর মাসে মুম্বই থেকে কলকাতায় এসেছিল। এরপর পঞ্চসায়রের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তবে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে খবর। শিশুটির জ্বর ছিল। বমি, পেট খারাপ ও শ্বাসকষ্টের কিছু সমস্যা ছিল বলে খবর।
তবে চিকিৎসকদের একাংশের দাবি, এনিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। একদম যারা বাচ্চা তাদের ক্ষেত্রে নিমোনিয়ার সম্ভাবনা থাকে। না হলে এনিয়ে বড় উদ্বেগের কিছু নেই। প্রসঙ্গত চিনের নয়া এই ভাইরাস সম্পর্কে নানা চর্চা চলছে। কলকাতার আগে দেশের আরও তিন শিশুর শরীরে এই ধরনের ভাইরাসের সন্ধান মিলেছিল। তার মধ্য়ে ২জন কর্নাটকের আর একজন গুজরাটের।
এবিপি আনন্দের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে শিশুটিকে শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তিনি শিশুকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। প্রথমের দিকে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে শিশুর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল। এদিকে শিশুটির ঠিক কী হয়েছে সেটা বোঝার চেষ্টা করছিলেন চিকিৎসকরা। তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। শিশুর লালারসের নমুনা সংগ্রহ করে পিসিআর চ্যানেলে পরীক্ষা করা হয়েছিল। শেষ পর্যন্ত বোঝা যায় শিশুটি HMPV পজিটিভ।
সূত্রের খবর ও একাধিক সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে সপ্তাহখানেক শিশুর চিকিৎসা করানো হয়েছিল। তাকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন। এরপর ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে থাকে। বর্তমানে মুম্বই ফিরে গিয়েছে সে।
তবে এই রোগ থেকে দূরে থাকতে সেই একই রকমভাবে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলা হচ্ছে। মুখে হাত দেওয়ার অভ্যাস থাকলে তা বিপজ্জনক হতে পারে। এটা থেকে বিরত থাকতে পারে। স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। মাস্ক ব্যবহার করা যেতে পারে। তবে এখনই এনিয়ে উদ্বেগের কিছু নেই। তবে সতর্ক থাকা যেতেই পারে। এতে কিছুটা হলেও সুবিধা মিলবে।