জেলেই হয়েছিল মগজধোলাই! ধৃত জঙ্গিদের ফোনে বিস্ফোরক তথ্য
হিন্দুস্তান টাইমস | ০৬ জানুয়ারি ২০২৫
বাংলা থেকে জঙ্গি সন্দেহে একের পর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির সঙ্গে তাদের যোগসূত্র ছিল বলে খবর। আর এবার সেই সন্দেহভাজন জঙ্গিদের কাছ থেকে প্রাপ্ত ফোন পরীক্ষা করে একাধিক বিস্ফোরক তথ্য় পাচ্ছেন তদন্তকারীরা। এমনটাই সূত্রের খবর।
মূলত যেটা বোঝা যাচ্ছে সীমান্ত এলাকায় ঘাঁটি গেড়ে বসে থাকার নির্দেশ দেওয়া হচ্ছিল। মূলত সীমান্তবর্তী এলাকায় স্লিপার সেলকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছিল। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ হাসিল করার ছক কষা হচ্ছিল বলেও অভিযোগ। এদিকে অসম, ত্রিপুরা ও বাংলায় জঙ্গি স্লিপার সেলকে সক্রিয় করার চেষ্টা হচ্ছিল বলে খবর।
আসলে সীমান্ত এলাকায় কাজ করা আর পালিয়ে যাওয়া দুটোই সুবিধার। এমনটাই মনে করা হয়।
সূত্রের খবর, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের আওতায় থাকা দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের খবর, বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল এই এবিটি জঙ্গিদের। আব্বাস আলি ও মিনারুল শেখ। জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া এই দুই ব্যক্তির বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল বলে সূত্রের খবর।
আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানির সঙ্গে দেখা করার কথা ছিল এই দুই জঙ্গির। এমনটাই সূত্রের খবর। অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছে। প্রশ্ন উঠছে তবে কি জেহাদি ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার ছক ছিল ওই জঙ্গিদের?
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল দুই জঙ্গির। আব্বাস আলির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল রেহমানির বই। মূলত জেহাদি ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার ছক কষা হচ্ছিল।
এদিকে ধৃতদের মোবাইল ফোনের সূত্র ধরে জানা যাচ্ছে এই আব্বাস ও মিনারুলের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। মূলত এবিটি নেতা জসিমুদ্দিন রহমানির সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল।খাগড়াগড় বিস্ফোরণের অন্য়তম চক্রী তারিকুল ইসলামের সঙ্গে জেলে পরিচয় হয়েছিল আব্বাসের। আব্বাস পকসো মামলায় জেলে ছিল। সে পরে ছাড়া পেয়ে গিয়েছিল। এদিকে এই আব্বাস পরে আবার জেলে দেখা করতে গিয়েছিল তারিকুলের সঙ্গে। সাদিক সুমন ওরফে তারিকুল বর্তমানে বহরমপুর জেলে রয়েছে। সেখানেই আব্বাস ও তারিকুলের মধ্যে কথা হয়েছিল বলে অভিযোগ। কার্যত জেলে বসেই আব্বাসের ব্রেন ওয়াশ করেছিল তারিকুল। জেলে বসেই ছক কষা হচ্ছিল বলে খবর।