আবার মেট্রোর সামনে মরণঝাঁপের ঘটনা ঘটল। আজ, সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে মরণঝাঁপ দেন এক ব্যক্তি। ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছেন যখন তখন মোটামুটি প্ল্যাটফর্মে ভিড় ছিল। তবু কেন আটকানো গেল না? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পরে তাঁকে লাইন থেকে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। এই কারণে আজ ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছে মেট্রো চলাচল। যার জেরে ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। বারবার মেট্রো রেলে এমন ঘটনা ঘটলেও তেমন কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের।
এদিকে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ঘটনা আগেও ঘটেছে। এবার চাঁদনি চক মেট্রো স্টেশনে সেটা ঘটল। জীবনে হতাশ হয়ে এক ব্যক্তি এই মরণঝাঁপ দিয়েছেন। তার জেরে আজ ব্লু লাইনে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। চাঁদনি চক স্টেশনের আপ লাইনে দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে হঠাৎই লাফ মারেন এক ব্যক্তি। আত্মহত্যা করার জন্যই এই মরণঝাঁপ দেন ওই ব্যক্তি। আর এই ঘটনার জেরে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ এবং ডাউন দুই লাইনেই পরিষেবা ব্যাঘাত ঘটল। একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়েছে। অফিস যাওয়া থেকে শুরু করে অন্যান্য কাজেও বেরিয়ে ছিলেন মানুষজন। তাঁদের দুর্ভোগের শেষ নেই।
অন্যদিকে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। বিপাকে পড়তে হয়েছে বহু মেট্রো যাত্রীকে। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মেট্রোতে যাত্রীদের চাপ থাকে। সেখানে এই দুর্ঘটনার জেরে বিঘ্নিত পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। সিসিটিভি নজরদারি থেকে রেল পুলিশের সুরক্ষা বর্ম কিছুই কাজে আসছে না। মেট্রো স্টেশনে ‘গার্ডরেল’ বসানোর পরিকল্পনাও আছে। কয়েকটি জায়গায় বসেওছে। যদিও এই গার্ডরেল করার পদক্ষেপ আদতে কতটা কাজে আসবে তা নিয়ে বিতর্ক আছে। একাধিক পদক্ষেপ করেও এমন ঘটনায় লাগাম টানা যাচ্ছে না।
এছাড়া আত্মহত্যার চেষ্টার ঘটনায় উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হয় পরিষেবা। তাই ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে মেট্রো রেল কর্তৃপক্ষকেও। এই বিষয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রাকেশ কুমার বলেন, ‘চাঁদনি চক স্টেশনে একজন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। আপাতত কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ্যে মেট্রো চলাচল করছে।’