• সর্বহারা দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক নিউটাউনের ব্যাঙ্কোয়েট হলে, সিপিএমের বৈভব
    হিন্দুস্তান টাইমস | ০৬ জানুয়ারি ২০২৫
  • নিজেদের সর্বহারার দল বলে জনগণের কাছে তুলে ধরেন সিপিএম নেতারা। সেখানে বৈভব দেখা দিলে প্রশ্ন তো উঠবেই। মুজফফ্‌র আহমেদ ভবনকে তেমনই ট্রাডিশন ভাঙতে দেখা গেল। সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক পার্টি অফিসে হচ্ছে না বলে সূত্রের খবর। তার বদলে এবার সেই কেন্দ্রীয় কমিটির বৈঠক একটি ব্যাঙ্কোয়েট হলে করতে চলেছে বঙ্গ–সিপিএম। আগামী ১৭–১৯ জানুয়ারি নিউটাউনে হতে চলেছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। আগে এই বৈঠক একাধিকবার আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফ্‌র আহমেদ ভবনে হয়েছে। তাহলে এবার কেন এমন পরিবর্তন?‌ লটারি লেগেছে নাকি?‌ উঠছে প্রশ্ন।

    একাধিকবার দেখা গিয়েছে কেন্দ্রীয় কমিটির বৈঠক আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে অথবা সিপিএমের কলকাতা জেলা কমিটির দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে হয়েছে। বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময়েও হয়েছে। সেখানে বেসরকারি ব্যাঙ্কোয়েট হলে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনেক প্রবীণ বাম নেতাই হজম করতে পারছেন না। আবার এখন কঠিন পরিস্থিতিতে কিছু বলতেও পারছেন না। নিউটাউনের একটি ব্যাঙ্কোয়েটে এবার কেন্দ্রীয় কমিটির বৈঠকের আয়োজন করেছে সিপিএম বলে সূত্রের খবর।

    নয়াদিল্লির একে গোপালন ভবনে জানুয়ারি মাসে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় না। কারণ সেখানে খুব ঠান্ডা পড়ে। তাই তখন কেন্দ্রীয় কমিটির বৈঠক বাংলায় অথবা কেরলে হয়। এই ঐতিহ্যই সকলে দেখে এসেছে কয়েক দশক ধরে। ২০২৫ সালে বাংলায় এই বৈঠক করার সিদ্ধান্ত হয়। কারণ ২০২৪ সালে কেরলে হয়েছিল। সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের উপর এই বৈঠক আয়োজন করার দায়িত্ব তুলে দেয় আলিমুদ্দিন স্ট্রিট। আর তারপরই উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব বারাসতে দলীয় দফতরে এই বৈঠক করার পরিবর্তে নিউটাউনে একটি ব্যাঙ্কোয়েটে এই বৈঠক আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন। তাতেই বৈভব প্রকাশ পাচ্ছে।

    কেন এমন সিদ্ধান্ত নিল সিপিএম? এই প্রশ্নের উত্তর অনেকে জানতে চান। এপ্রিল মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং ডেকেছে সিপিএম। সেখানে একটা খরচ আছে। তার আগে আবার নবনির্মিত বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে কেন্দ্রীয় কমিটির বৈঠক এমন প্রশ্নেরই জন্ম দিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘কলকাতায় যদি এই বৈঠক হতো সেক্ষেত্রে পার্টি অফিসেই করা যেত। কিন্তু কেন্দ্রীয় কমিটির বৈঠক করার মতো হল–ঘর বারাসত পার্টি অফিসে নেই। আর কেন্দ্রীয় কমিটির বৈঠক যেখানে হয় সেখানেই দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হয়। তাই নিউটাউনের ব্যাঙ্কোয়েটে বৈঠকের আয়োজন করা হয়েছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)